রফিকুল ইসলাম, রাজিবপুর, কুড়িগ্রাম প্রতিনিধি : আজ ২৭ জানুয়ারী কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় বিশ্ব কুষ্ঠ দিবস ২০১৯ পালিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আরডিআর এস বাংলাদেশ এর যৌথ আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেকক্স চত্বর থেকে র্যালী বের হয়ে রাজিবপুর উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।
র্যালিতে অংশ গ্রহণ করেন রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকরতা জনাব মেহেদী হাসান, রাজিবপুর স্বাস্থ্য কমপ্লেক্স এর পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেলোয়ার হোসেনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত দিবসের মূল প্রতিপাদ্য বিষয় “বৈষম্য, অপবাদ ও কুসংস্কার-কুষ্ঠ রোগের প্রতি না থাকুক আর” এ বিষয়ে জন সচেতনা মূলক আলোচনা করেন বিভিন্ন বক্তারা।

