মেহের আমজাদ,মেহেরপুর- “পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন” এই প্রতিপাদ্যে মেহেরপুরে শুরু হয়েছে পুলিশ সেবা সপ্তাহ-২০১৯।
এ উপলক্ষে গতকাল সকাল ১১ টার দিকে পুলিশ সুপার কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। র্যালিতে অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম,সহকারি পুলিশ সুপার লিয়াকত আলী,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম খান,ডিবি’র ওসি ফারুক হোসেন সহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। র্যালিটি মেহেরপুর জেনারেল হাসপাতাল সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

