মেহের আমজাদ,মেহেরপুর-মারামারির মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী চাঁদ মোহাম্মদকে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল রবিবার দুপুরের দিকে চাঁদ মোহাম্মদ মেহেরপুর চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আত্মসমর্পন করলে বিচারক শিরিন নাহার তাকে কারাগারে পাঠাবার নির্দেশ দেন। চাঁদ মোহাম্মদ গাংনী উপজেলার রামনগর গ্রামের রমিজউদ্দিনের ছেলে। জানা যায়, গ্রাম্য কোন্দলের জের ধরে সংঘঘর্ষের ঘটনায় আদালত ২০১৬ সালের ১৭ আগষ্ট তাকে ৩বছর সশ্রম কারাদন্ড ও ১হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১মাসের কারাদন্ড দেয় আদালত। সেই থেকে চাঁদ মোহাম্মদ পলাতক ছিল।

