হবিগঞ্জে চা বাগান থেকে ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারি ২৪, ২০১৯

হবিগঞ্জে চা বাগান থেকে ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

আজিজুল ইসলাম সজীব,হবিগঞ্জ প্রতিনিধি-হবিগঞ্জ জেলার মাধবপুরের তেলিয়াপাড়া চা বাগান থেকে ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

 মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বুধবার রাত সাড়ে ১১ টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হচ্ছে- তেলিয়াপাড়া চা বাগানে স্বপন কুমার তাতী (৩৬) ও সনজু মুন্ডা (২১)। 
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় পরিদর্শক মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ তেলিয়াপাড়া চা বাগানের তালিকা ভোক্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী খোকন তাতীকে ধরতে অভিযান পরিচালনা করা হয়। 
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও তার সহযোগী ২ জনকে
 ১৫ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। আটককৃত ২ মাদক ব্যবসায়ীকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে  মাধবপুর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here