মেহের আমজাদ,মেহেরপুর- মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ উপলক্ষে ট্রাফিক আইন সচেতনতা ও সড়ক দুর্ঘটনারোধে জনসচেতনতা বাড়াতে মেহেরপুর জেলা শহরসহ তিন উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে প্রচারপত্র বিলি কার্যক্রম শুরু হয়েছে।
গতকাল সোমবার সকালে শহরের কলেজ মোড়ে মেহেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম এই প্রচারপত্র বিলি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় সহকারী পুলিশ সুপার লিয়াকত হোসেন, ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান, এসআই মমিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।