মেহের আমজাদ,মেহেরপুর- “বিজ্ঞান শিক্ষাই বিজ্ঞানমনস্ক জাতি গঠনের নিয়ামক শক্তি” শীর্ষক সেমিনার ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিজ্ঞান বিষয়ক সেমিনার ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞান বিষয়ক সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক (সর্বিক) মোঃ ইবাদত হোসেনের সভাপতিত্বে সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি,বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, প্রফেসর হাসানুজ্জামান মালেক, জেলা শিক্ষা অফিসার শাহিন আখতার। কি নোট পেপার উপস্থাপন করেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের কিউরেটর সুকল্যান বাছাড়। সেমিনার শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কুইজ প্রতিযোগিতা আনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।