মেহের আমজাদ,মেহেরপুর-মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে গতকাল সোমবার মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল মাঠে দিন ব্যাপী আন্তঃ প্রাথমিক বিদ্যালয় জেলা পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে ।
এ দিন সোমবার সকালে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শেখ ফরিদ আহমেদ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্ব্যেধন করেন। পরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেসের আলী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় সহকারী শিক্ষা অফিসার আবু হেন মোস্তফা কামাল, শারমিন সেলিনা আজহার, উপজেলা শিক্ষা অফিসার আপিল উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।