খুন হওয়ার ৪ দিনের মাথায় স্ত্রীর মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারি ২৪, ২০১৯

খুন হওয়ার ৪ দিনের মাথায় স্ত্রীর মৃত্যু

নাহিদ হোসেন,নাটোর প্রতিনিধি-বৃহস্পতিবার (২৪ জানুয়ারী) নাটোরের লালপুরে দুর্বৃত্তদের হাতে স্বামীর খুনের শোক সইতে না পেরে ব্রেইন ষ্ট্রোকে মৃত্যু হয়েছে স্ত্রী আছিয়া খাতুনের । আছিয়া খাতুন গোপালপুর পৌর সভার ৯ নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর জামিরুল ইসলামের স্ত্রী এবং বিরোপাড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। 

আছিয়ার স্বামীর বড় ভাই শহিদুল ইসলাম জানান, জামিরুলের (আছিয়ার স্বামী) মৃত্যুর দিন থেকে আছিয়া এক টানা আহাজারী করছিল। ২৩ জানুয়ারী রাত তিন টার দিকে তার ব্রেইন ষ্ট্রোক হয়। সঙ্গে সঙ্গে তাকে রাজশাহী সরকারী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন অবস্থায় আজ (২৪ জানুয়ারী) ভোর ৪টায় তার মৃত্যু হয়। আজই দুপুর আড়াইটায় বিরোপাড়া গোরস্থানে স্বামীর পাশেই তার দাফন সম্পন্ন করা হবে। 
উল্লেখ্য, গত রোববার (২০ জানুয়ারী) দুপুর সাড়ে ১২ টার দিকে বিরোপাড়া তার নিজ বাড়ি থেকে মাত্র ২০০ গজ দূরে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। তার হত্যার ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বাজার ঘাটে যেখানে সেখানে সবার মুখে একই কথা হাসি খুশী এই মানুষটিকে কোন অপরাধে খুন হতে হলো। এর পর আবার স্ত্রীর মৃত্যুর বিষয়টি  বিষয়টি আরও শোকাহত করে তুলেছে এলাকায়।

জামিরুলের পিতা-মাতা বেঁচে আছেন। তার ১ ছেলে ১ মেয়ে। ছেলে আব্দুল আজিম শিক্ষা (১৩) স্থানীয় ফুলবাড়ি মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র এবং মেয়ে জান্নাতুল মাওয়া বিদ্যার বয়স ৩ বছর।

এ ব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জুয়েল বলেন, স্বামীর খুন হওয়ার পরে স্ত্রীর মৃত্যুর বিষয়টি বড় মর্মান্তিক।এ নিয়ে এলাকায় যাতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে, তার জন্য  এলাকায়  পুলিশ মোতায়েন রাখাা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here