বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী পৌর বাজারের স্টেশন রোডের কাঠাল বাগান মার্কেটে বৃহস্পতিবার (২৪.০১.১৯) সকাল ১০টায় ১০০জন শীতার্ত দের মাঝে দুঃস্থ কল্যাণ সংস্থার পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়।
দুঃস্থ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজ সেবক মিয়া আবুল হাসান শীতার্তদের হাতে কম্বল তুলে দেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক পৌর কাউন্সিলর মহিদুল ইসলাম মহু, ব্যবসায়ী মো. কাউছার শেখ, বায়েজীদ খান রাব্বী, খন্দকার জহিরুল হক সুমন, মো. ইউনুছ বিশ্বাস প্রমুখ।
মিয়া আবুল হাসান বলেন, মানুষ হয়ে মানুষের সেবা করাই হচ্ছে পরম ধর্ম। তাই আমৃত্যু অসহায় মানবতার কল্যাণে কাজ করার মহান লক্ষ্যকে সামনে রেখে এই সংগঠন প্রতিষ্ঠা করেছি। এর অগ্রযাত্রায় সমাজের বিত্তবান-স্বচ্ছল সহ সকল শ্রেনী ও পেশার মানুষের সহযোগীতা কামনা করছি।

