জাহিদ হাসান,সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে তথ্য ও প্রযুক্তি আইনে এজাহার ভুক্ত আসামী আলাল উদ্দিন(৩২)কে সরিষাবাড়ী থানার এস আই ছাইফুল ইসলামের নেতৃত্বে গতকাল সোমবার রাতে আসামীর নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার রাণীকুঞ্জ (বলদ ভরা) গ্রামের মৃত বোরহার উদ্দিন ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সুত্রে জানা গেছে-সরিষাবাড়ী পৌর সভার কামরাবাদ মহল¬ার আব্দুল লতিফ চুন্নুর মেয়ে সম্পা আকতারের সাথে পাশের মাদারগঞ্জ উপজেলার রাণীকুঞ্জ (বলদ ভরা) গ্রামের মৃত বোরহার উদ্দিনের ছেলে আলাল উদ্দিনের সাথে ২০১১ সালে বিয়ে হয়। বিয়ের কিছু দিন পর বিভিন্ন সময় আলাল উদ্দিন তার স্ত্রী সম্পার বাবার বাড়ী থেকে অতিরিক্ত যৌতুক হিসেবে পাচ লক্ষ টাকা আনার জন্য চাপ প্রয়োগ করলেও সম্পা তা অস্বীকৃতি জানায়। এক পর্যায়ে আলাল উদ্দিন তার শশুর বাড়ীতে এসে কৌশলে শ্যালিকা রতœা আক্তারের ঘুমন্ত অবস্থা থেকে গোপনে মোবাইল ফোনে উলঙ্গ ভিডিও ছবি তুলে ইন্টারনেটে ছেড়ে দিলে জনৈক ফরিদ উদ্দিন তা দেখতে পেয়ে রতœা ও তার পিতাকে জানান। এ কথা শুনে মোবাইল ফোনের মাধ্যমে শশুর চুন্নু তার জামাতা আলাউদ্দিনকে মোবাইলে জানালে তাৎক্ষনিক শশুরের উপর চড়াও হয়ে অকথ্য ভাষায় গালিহালাজ সহ আরো ভিডিও ছাড়বে বলে হুমকি দেয় জামাতা আলাউদ্দিন। সামাজিক ও পারিবারীক সুনাম রক্ষায় ৫৭(২)২০০৬ সালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন (সংশোধনী-২০১৩ )ইলেকট্রনিক ফরমে মিথ্যা,অশ¬ীল ও মানহানিকর তথ্য প্রকাশ করার অপরাধের অভিযোগ এনে শ্যালিকা রতœা আক্তার বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলার আসামী আলাল উদ্দিন(৩২) কে গতকাল মঙ্গলবার দুপুরে তিন দিনের রিমান্ড চেয়ে জামালপুরে জেলহাজতে পাঠানো হয়েছে বলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মাজেদুর রহমান জাানিয়েছেন।

