নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে ফসলি জমি থেকে পুকুর খননের মাটি ইটভাটায় বহনের দায়ে দুই ট্রলি ড্রাইভারের জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার উপজেলার আড়বাব ইউনিয়নের সাইপাড়া এলাকা থেকে ইটভাটা ও স্থাপন (নিয়ন্ত্রন আইন ২০১৩-১৪) ধারায় ফসলি জমি থেকে মাটি বহনের দায়ে দুইটি গাড়ি জব্দ করে চালকদের দশ হাজার টাকা করে জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি। ড্রাইভার দুইজন হলেন উপজেলার মোমিনপুর গ্রামের সাইদুলের ছেলে ফিরোজ(২৬) ও উপজেলার লক্ষিপুর গ্রামের ওবাইদুর রহমানের ছেলে আব্দুর রশিদ(৩৪)।

