আজিজুলইসলাম সজীব,হবিগঞ্জ প্রতিনিধি-হবিগঞ্জ জেলার বাহুবল থেকে সাইদুল ইসলাম (২৮) নামে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯।আটককৃত মাদক ব্যবসায়ী হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার তগলী গ্রামের মৃত-আব্দুস সাত্তারের ছেলে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান জানান, র্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্প সদস্যরা হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় অভিযান পরিচালনা করে। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাহুবল উপজেলার তগলী ৫নং লামাতাসি এলাকা থেকে ২৪ কেজি গাঁজাসহ সাইদুল ইসলামকে আটক করা হয়। পরে আটককৃত আসামীকে হবিগঞ্জ জেলার বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।

