আজিজুল ইসলাম সজীব,হবিগঞ্জ প্রতিনিধি -পুলিশ জনগণের বন্ধু এই কথার যথার্থ প্রমান দিচ্ছেন হবিগঞ্জের সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ উল্লা (বিপিএম সেবা)।
সাধ্য মতো আর্তমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দিচ্ছেন প্রান্তিক জনগোষ্টির নিকট। পৌছে দিচ্ছেন হতদরিদ্র, প্রতিবন্ধি, চা-শ্রমিক, বেধে পল্লী, গ্রাম পুলিশ সহ নিম্ন আয়ের মানুষের নিকট শীতবস্ত্র। হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানের শীতবস্ত্র বিতরণের ধারাবাহিকতায় গতকাল যান বানিয়াচং উপজেলায়। দিন ব্যাপী বানিয়াচঙ্গের বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিাচং সার্কেল) শৈলেন চাকমা, বানিয়াচং থানার ওসি রাশেদ মোবারক, ওসি তদন্ত আব্দুল কাইয়ূমসহ পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণ।

