বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাইপাস মোড়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ট্রাক চাপায় আব্দুল মান্নান সেখ (৬৫) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে তার লাশ ময়না তদন্তের জন্য নাটোর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। সে উপজেলার বনপাড়া পৌরসভার গুনাইহাটি এলাকার মৃত মেজবাহার আলীর ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল আলীম হোসাইন জানান, কুষ্টিয়া থেকে ঢাকাগামী একটি ট্রাক বনপাড়া বাইপাস মোড় ঘুরতে গিয়ে ভ্যানসহ ট্রাকের তলে পিষ্ট হয় ভ্যানচালক আব্দুল মান্নান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে। তবে ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।

