গুরুদাসপুরে কিশোরের রহস্যজনক উধাও ! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জানুয়ারি ২৫, ২০১৯

গুরুদাসপুরে কিশোরের রহস্যজনক উধাও !

নাটোর প্রতিনিধি- শয়ন ঘরের বেড়া কেটে সুমন আহমেদ (১৬) নামের এক কিশোরের রহস্যজনক উধাও হওয়ার ঘটনা ঘটেছে ।

 বৃহস্পতিবার গভির রাতে নাটোরের গুরুদাসপুর উপজেলার সিধুলী গ্রামে ওই ঘটনা ঘটে। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ। ওই কিশোরের পাঠ্যবই এবং জামা কাপড় কাটা ছেড়া অবস্থায় মেঝেতে ছড়ানো ছিটানো রয়েছে। কিশোর সুমন সিধুলী পূর্বপাড়া গ্রামের সমশের আলীর ছেলে। সে গুরুদাসপুর সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২০১৯ সালে অনুষ্ঠিতব্য এস এস সির পরীক্ষার্থী বলে জানা গেছে।
কিশোর সুমনের পিতা সমসের আলী জানান, তিনি অটোভ্যান চালিয়ে জিবিকা নির্বাহ করেন। বৃহস্পতিবার রাত নয়টার দিকে বাড়ি ফিরে ছেলেকে পড়তে দেখে পাশের ঘরে ঘুমিয়ে পড়েন। ওই সময় সুমন তার নিজ ঘরেই পড়তে ছিল। সুমনের শয়ন ঘরে পাটকাঠির বেড়া। রাত দুইটার দিকে তিনি এবং তার স্ত্রী বাহিরে বের হয়ে ছেলের ঘরের বেড়া কাটা দেখতে পায়। এসময় তারা ঘরের দরজায় ধাক্কা দিলে দরজা ভিতর থেকে বন্ধ পান। পরে ওই বেড়ার কাটা স্থান দিয়ে তারা ভিতরে প্রবেশ করে। ভিতরে ছেলেকে দেখতে না পেয়ে তারা ডাকচিৎকার করে। তাদের ডাকচিৎকারে  প্রতিবেশিরা এগিয়ে আসেন। রাতেই পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যান। তার ছেলেকে কেউ অপহরন করেছে বলে তিনি মনে করেন। এলাকাবাসীদের সঙ্গে কথা বললে তারা ঘটনাকে রহস্যজনক বলে দাবি করেন। দরজা থাকতে বেড়া কেটে সে উধাও হবে কেন? নিশ্চয়ই কিশোর সুমনকে অপহরন করেছে কেউ। এঘটনায় ওই এলাকাবাসীরাও আতংকিত। 
স্থানীয় চেয়ারম্যান আব্দুল মতিন মাষ্টার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনা শোনার সাথে সাথে ঘটনাস্থলে গিয়েছি। তবে অপহরন হয়েছে কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছেনা। রিপোর্ট লেখা পর্যন্ত এঘটনায় থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি।
যোগাযোগ করা হলে থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা জানান, ঘটনাস্থল পরিদর্শনের পর পুলিশী তদন্ত চলছে। তবে কিশোর সুমন মানষিক ভারসাম্যহীনতার কারনে নিজেই কোথাও চলে যেতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

Post Top Ad

Responsive Ads Here