নাটোর প্রতিনিধি-নাটোরের লালপুরে বেসরকারী বিনোদন কেন্দ্র গ্রীণভ্যালী পার্ক উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৫ জানুয়ারী) দুপুরে পার্কের ব্যবস্থাপনা পরিচালক নূরিয়া পারভীন ফুলের ফিতা কেটে এ পার্কের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, পার্কের পৃষ্টপোষক রাঙ্গামাটির পুলিশ সুপার আলমগীর কবীর পরাগ, নাটোর পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন,লালপুর উপজেলা চেয়ারম্যান হারুনর রশীদ পাপ্পু, বড়াইগ্রাম সার্কেলের এ.এস.পি হারুনর রশীদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জুয়েল,পার্কের উপদেষ্টা আজমীরা বেগম, চেয়ারম্যান এ্যাড. আর্জুমান্দ বানু পুস্প, পরিচালকমন্ডলীর সদস্য অধ্যাপক আর্জুমান আরা পাপড়ী, প্রভাষক হাসিবুল ইসলাম, প্রভাষক আমজাদ হোসেন, প্রভাষক শামসুজ্জোহ্,া প্রভাষক আমিনুল হক টমি, মুক্তিযোদ্ধা আকিয়াব হোসেন, লালপুর শ্রীসুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মুকুল প্রমূখ। দেশের বিনোদন প্রেমী মানুষের জন্য অন্যতম বিনোদন স্থান হিসাবে গ্রীণভ্যালী পার্ক বিশেষ ভুমিকা রাখবে বলে আশা করছেন কর্তৃপক্ষ।

