জাহিদ হাসান, সরিষাবাড়ী, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা পরিষদ নির্বাচন তফসীল ঘোষনার পূর্বে কোন প্রার্থী দেয়ালে পোষ্টার লাগালে তাদেরকে ২ লাখ টাকা জরিমানা করার ঘোষনা প্রশাসন।
গতকাল সোমবার উপজেলা প্রশাসন আয়োজিত আইন শৃংখলা ও বিভিন্ন বিষয় নিয়ে মাসিক সম্বনয় সভায় উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের উদ্দেশ্য সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম এ ঘোষনা দিয়েছেন। তিনি প্রার্থীদেরকে মোবাইল ফোনের মাধ্যমে দেয়ালে পোষ্টার না লাগানোর জন্য নিষেধ প্রদানও করেছেন।
সম্বনয় সভায় বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের মহিলা ভাইচ চেয়ারম্যান বেগম জোহরা লতিফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ.বি.এম.শফিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মল হক প্রমুখ।

