বেলকুচি উপজেলা নির্বাচনে তৃনমূলের ভোটে সাজ্জাদুল হক রেজার জায়লাভ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জানুয়ারি ২৯, ২০১৯

বেলকুচি উপজেলা নির্বাচনে তৃনমূলের ভোটে সাজ্জাদুল হক রেজার জায়লাভ

উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ-আসন্ন উপজেলা নির্বাচনের অংশ হিসাবে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা মনোনয়ন দেওয়া নিয়ে তৃনমূলের ভোট গ্রহন করা হয়।


নির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মোট ৬ জন আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পত্র জমা দেন। তার মধ্যে গাজী সাইদুর রহমান মনোনয়ন পত্র প্রত্যাহার করলে চেয়ারম্যান পদে প্রার্থীতা গিয়ে দাড়ায় ৫জনে। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ১১জন মনোনয়ন জমা দেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন মনোনয়ন পত্র জমা দেন। বেলা ৩টায় আওয়ামীলীগ কার্যালয়ে বর্ধিত সভা শেষে শুরু হয় তৃনমূলের ভোট গ্রহন।বেলকুচিতে তৃনমুল পর্যায়ে মোট ভোটার ছিল ২৩৬ টি। তার মধ্যে ২১৭ ভোট কাস্ট হয়।

উপজেলা চেয়ারম্যান পদে যুবলীগের আহব্বায়ক সাজ্জাদুল হক রেজা ৯৫ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদন্ধী পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মীর সিরাজুল ইসলাম ভোট পেয়েছেন ৭৪ টি। ভাইস চেয়ারম্যান পদে যুবলীগের যুগ্ম আহব্বায়ক এস এম ফারুক সরকার ৭৬ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদন্ধী  যুবলীগের সিনিয়র যুগ্ম আহব্বায়ক ইউসুফ আলী শেখ ভোট পেয়েছেন ৫২ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭১ ভোট পেয়ে জয়লাভ করেন নার্গিস খাতুন তার নিকটতম প্রতিদন্ধী রতœা হান্নান পান ৫২ ভোট।

Post Top Ad

Responsive Ads Here