মেহের আমজাদ,মেহেরপুর-হিরোইন রাখার অভিযোগে শেখ ফরিদ নামের এক ব্যক্তির ২ বছরের সশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদন্ড দিয়েছে আদালত।
গতকাল মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর যুগ্ম জেলা জজ আদালতের বিচারক মোঃ কেরামত আলী ওই রায় দেন। সাজাপ্রাপ্ত শেখ ফরিদ সদর উপজেলার গোভীপুর গ্রামের কালু শেখের ছেলে। ২০১৪ সালের ১৩ ডিসেম্বর শেখ ফরিদ হিরোইন সহ পুলিশের হাতে আটক হয়। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ এর টেবিলের ১ (খ) এফ ১৯ ধারাই একটি মামলা দায়ের হয়। যার মামলা নং ১১, জিআর কেস নং-৪১৭/১৪ মামলায় মোট ৭ জন স্বাক্ষির স্বাক্ষ্যে আসামী দোষি প্রমানিত হওয়ায় আদালত তাকে ওই রায় দেয়।

