মেহের আমজাদ,মেহেরপুর- বরণ ডালা সাজিয়ে,ফুল ছিটিয়ে এবং মিষ্টি মুখ করিয়ে নবীন ছাত্রীদের বরণ করে নিয়েছে মেহেরপুর সরকারী মহিলা কলেজের শিক্ষার্থীরা।
গতকাল মঙ্গলবার সকালে মেহেরপুর সরকারী কলেজের উদ্দ্যোগে কলেজ প্রাঙ্গণে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের এ অনুষ্ঠানে বিভিন্ন বার্ষিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।
মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম সোলায়মান আলীর সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর পৌর মেয়রের সহধর্মিনি আরিফা সুলতানা, উপাধাক্ষ্য রফিকুল ইসলাম,শিক্ষক পরিষদের সম্পাদক মুন্সি রাশিদুল হক,মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক ড.গাজী রহমান,নুরুল আহমেদ,আব্দুল মাজিদ, বাংলা বিভাগের সহযোগি অধ্যাপক কাজী আশরাফুল আলম প্রমুখ।
মানপত্র পাঠ করে কলেজের ছাত্রী কাঞ্চন ও ছামিয়া সুলতানা। পরে সরকারি মহিলা কলেজের ছাত্রীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে ছাত্রীরা ফুল ছিটিয়ে এবং ফুলের স্টিক দিয়ে মুখে মিষ্টি তুলে দিয়ে বরন করে নেয় নবীন ছাত্রীদের।

