মেহের আমজাদ,মেহেরপুর- মেহেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ ফরিদ আহমেদ অন্যত্র বদলী হওয়ায় তাঁকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গত সোমবার দুপুর ১২টার দিকে জেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তৌহিদ মুর্শেদ অতুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ ফরিদ অহমেদ,জেলা পরিষদের সদস্য খাজা ময়নদ্দীন,শামীম আরা হীরা, নার্গিস আরা প্রমুখ। অনুষ্ঠানে নির্বাহী কর্মকর্তা শেখ ফরিদ আহমেদকে ফুলের তোড়া ও উপহার সামগ্রী তুলে দিয়ে সংবর্ধনা জানানো হয়।

