নাজমুল হাসান নিরব,স্টাফ রিপোর্টার-
ফরিদপুরের চরভদ্রাসনে রবিবার দিবাগত রাতে কামাল মেল্যা (৪৫) নামে এক ব্যাবসায়ীর বাড়িতে চুড়ি হয়েছে।
জানা যায় উপজেলার সদর ইউনিয়নের বিএস ডাংগী গ্রামের আমিন মেল্যার পুত্র কামাল মেল্যার বাড়িতে চুড়ি হয়।প্রায় ১০ ভড়ি স্বনালংকার,নগত প্রায় সারে চার লক্ষ টাকা ও তিনটি দামি মেবাইল চুড়ি হয়।
সরেজমিনে যেয়ে দেখা যায় ঘড়ের সবকিছু এলোমেলো এবং আলমারির তালা ভাঙ্গা। কামাল মোল্যা জানান “কোন তালা না ভেঙ্গে গেট না ভেঙ্গে আমার বাসায় ঢুকে চোর। মনে হয় সন্ধার সময় চোরে ঘড়ের মধ্যে ঢুকে ছিল। আমি আর আমার স্ত্রী এক রুমে ছিলাম আর আমার ছেলে-মেয়ে এক রুমে ছিল।ছেলে-মেয়ে যে রুমে ছিল সে রুমে আমার আজকে হাটে যাওয়ার সারে চার লাখ টাকা ছিল।এছাড়া আমার স্ত্রীর দুইটা হারসহ সোনাদানা ছিল।যখন চোরে চুরি করে তখন আমরা শব্দ পেয়েছি কিন্তু আমাদের বাকশক্তি ছিলনা আর নড়াচরাও করতে পারিনাই।মনে হয় চোরে চেতনানাশক ব্যাবহার করেছে”।
চুরির এ ব্যাপারে চরভদ্রাসন থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে।ধারনা করা হয় নগদ অর্থসহ প্রায় ৯ লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে।

