মেহের আমজাদ,মেহেরপুর- জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১আসনের পর পর দুইবারের নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন আগামী ২৪শে জানুয়ারী মেহেরপুরে আগমন উপলক্ষে জেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার দুপুরে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হালিম।
বর্ধিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক এ্যাড. মিয়াজান আলী,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস,জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মোঃ গোলাম রসুল, জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কে.এম আতাউল হকিম লাল মিয়া,সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও আমঝুপী ইউপি চেয়ারম্যান বোরহানউদ্দিন আহম্মেদ চুন্নু,পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড.ইয়ারুল ইসলাম,সাধারণ সম্পাদক আক্কাস আলী,জেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান,মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউদ্দিন বিশ^াস,মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু,মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাঁদু প্রমূখ।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যাড. ইব্রাহীম শাহীনের সঞ্চালনায় বিশেষ বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহ্জামান,আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম, পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম,সাংগঠনিক সম্পাদক ওহিদুর রহমান ডাবলু,বারাদি ইউনিট আওয়ামীলীগের সভাপতি শামিম ফেরদৌস,সাধারন সম্পাদক মোমিনুল ইসলাম,জেলা পরিষদের সদস্য শাহিন হোসেন,ইমতিয়াজ হোসেন মিরন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমান মফিজ,সাধারন সম্পাদক মোঃ জুয়েল রানা প্রমুখ। বর্ধিত সভায় আওয়ামীলীগ,যুবলীগ,কৃষকলীগ,ছাত্রলীগ সহ অওয়ামীলীগের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

