নাহিদ হোসেন নাটোর প্রতিনিধ-রবিরার দুপুরে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার ৯ ওয়ার্ডের কাউন্সিলর আওয়ামী লীগ কর্মী জামিরুল ইসলামকে (৪২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। জমিরুল উপজেলার বিরোপাড়া মহল্লার কমর উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীরা জানায় বেলা পৌনে ১ টার দিকে জমিরুল তার বাড়ি থেকে মসজিদে যাওয়ার পথে বিরোপাড়া মোড়ে দুর্বৃত্ত তার ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলাপাথাড়ী কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর হাসপতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
লালপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কে বা কারা তাকে হত্য করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

