ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের সালথায় অগ্নিকান্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার যদুনন্দী ইউনিয়নের যদুনন্দী গ্রামে দরগাহপাড়া এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা যায়, যদুনন্দী গ্রামে দরগাহপাড়া মোকসেদ মোল্যার বাড়ির একটি ঘরের সাথে পাটখরির পালা থেকে আগুনের সুত্রপাত ঘটে। মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে গিয়ে মোকসেদ মোল্যার ১টি ও তার ছেলে ইয়াদ আলী মোল্যার একটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকান্ডে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছেন।

