ফরিদপুরের বহুল আলোচিত কলেজ শিক্ষক ও ব্যাংকার হত্যার চুড়ান্ত প্রতিবেদন আদালতে জমা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জানুয়ারি ২৫, ২০১৯

ফরিদপুরের বহুল আলোচিত কলেজ শিক্ষক ও ব্যাংকার হত্যার চুড়ান্ত প্রতিবেদন আদালতে জমা


ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে বহুল আলোচিত কলেজ শিক্ষিকা ও ব্যাংকার হত্যা মামলার চুডান্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ গত বৃহস্পতিবার আদালতে। এ প্রতিবেদনে উল্লেখ্য করা হয়েছে, ‘ব্যাংক কর্মকর্তা ফারুক হাসান (৩৩) তাঁর প্রেমিকা কলেজ শিক্ষিকা সাজিয়া বেগম (৩৪)কে হত্যা করে পরে নিজে কক্ষের ফ্যানের সাথে নাইলনের দড়িগলায় ঝুলিয়ে আত্মহত্যা করেছেন।’
 
গত বছর (২০১৮) ৬ মে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফরিদপুর শহরের দক্ষিণ ঝিলটুলী মহল্লার নূরুল ইসলামের দোতলা বাড়ির নিচ তলার একটি কক্ষ থেকে রক্তাক্ত জখম অবস্থায় সাজিয়ার লাশ এবং সিলিং ফ্যানের হুকের সাথে গলায় নাইলনের রশি বাধা ফারুকের লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ৭মে রাতে নিহত সাজিয়ার ফুপু আফসারী আহমেদ বাদী হয়ে অজ্ঞাত নামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। কলেজ শিক্ষিকা হত্যাকান্ডের পরে ফরিদপুর সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা ন্যায় বিচার চেয়ে বিভিন্ন কর্মসূচি পালন করে।
 
নিহত কলেজ শিক্ষিকা সাজিয়া বেগম ফরিদপুর সরকারী সারদা সুন্দরী মহিলা কলেজের গার্হস্থ্য অর্থনীতি বিভাগের সহকারি অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি (সাজিয়া) ঢাকার সুত্রাপুর থানার বানিয়ানগর মহল্লার শেখ শাজাহানের মেয়ে এবং ওই একই এলাকার শেখ শহীদুল ইসলামের স্ত্রী। সাজিয়া এগারো ও সাড়ে চার বছর বয়সী দুই ছেলের মা। ফারুক হাসান সোনালি ব্যাংক ঢাকার মতিঝিল শাখার প্রিন্সিপাল কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
 
মামলার তদন্ত কর্মকর্তা (ওসি ডিবি-ফরিদপুর) বিপুল চন্দ্র দে জানান, আলোচিত এ হত্যার ঘটনায় ময়না তদন্ত ও ভিসেরা প্রতিবেদনের ভিত্তিতে কলেজ শিক্ষিকা সাজিয়া বেগমকে হত্যা ও ব্যাংক কর্মকর্তা ফারুক হাসান এর আত্মহত্যা সম্পর্কিত মৃত্যু বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া মামলার আসামী সাদিয়ার স্বামী শহীদুল ইসলামকে অব্যাহতি দেওয়ার জন্য আদালতে সুপারিশ করা হয়েছে।
 
পুলিশ কর্মকর্থা বিপুল দে আরো বলেন, ফরিদপুরের এক নম্বর আমলি আদালতে বিচারিক হাকিম অতিরিক্ত মূখ্য বিচারিক মাসুদ আলীর আদালতে এ চ‚ড়ান্ত প্রতিবেদন গত বৃহস্পতিবার জমা দেওয়া হয়।

Post Top Ad

Responsive Ads Here