ফরিদপুর প্রতিনিধি :
জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০১৯ এর জেলা পর্যায়ে শিক্ষা ও সাংস্কৃতি পর্বের বাংলা তরজমাসহ সহ ক্বেরাত প্রতিযোগিতায় ‘ক’ বিভাগ হতে জেলায় প্রথম স্থান অধিকার করেছে চরভাদ্রসন উপজেলা সদর বিএসডাঙ্গী মডেল স:প্রা:বিদ্যালয়ের প্রথম শ্রেনীর শিক্ষার্থী ইউষা রহমান।বাংলাদেশ শিশু একাডেমি ফরিদপুর এ ২৪ জানুয়ারী বৃহস্পতিবার এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ইউষা দৈনিক ইত্তেফাক পত্রিকার চরভদ্রাসন সংবাদদাতা ও চরভদ্রাসন উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মুস্তাফিজুর রহমান শিমুল এর একমাত্র কন্যা। মাতা সাথীয়া সারমীন একজন গৃহিনী। জানা যায় পড়ালেখার পাশাপাশি সে সাাংস্কৃতিক অঙ্গনেও সাফল্যের সাথে মেধার পরিচয় দিয়ে যাচ্ছে।
তার এ সফলতার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা বলেন জেলা পর্যায়ে ইউষার সাফল্য আমাদের উপজেলার সকলের অর্জন। আশা করি বিভাগীয় পর্যায়ে প্রথম হয়ে সে সারা বাংলাদেশে চরভদ্রাসনের নাম উজ্জল করবে। আগামী ২৮ জানুয়ারী ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমীতে বিভাগীয় পর্যায়ের ক্বেরাত প্রতিযোগিতায় ইউষা অংশ নিবে বলে জানায় সংশ্লিষ্টরা।

