বড়াইগ্রামে পল্লী বিদ্যুৎ সমিতির ৩৫ তম সদস্য সভা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জানুয়ারী ২৭, ২০১৯

বড়াইগ্রামে পল্লী বিদ্যুৎ সমিতির ৩৫ তম সদস্য সভা অনুষ্ঠিত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি-নাটোর বড়াইগ্রামে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ৩৫ তম বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার বনপাড়াস্থ সদর দপ্তর প্রাঙ্গণে অনুষ্ঠিত সদস্য সভায় প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস।

সমিতির পরিচালনা বোর্ড এর কোষাধ্যক্ষ মর্জিনা খাতুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের রাজশাহী  অঞ্চলের তত্বাবধায়ক প্রকৌশলী এনামুল হক, জেনারেল ম্যানেজার মোমীনুল ইসলাম, সহকারী জেনারেল ম্যানেজার (সদস্য সেবা) গোলাম ইখতিয়ার, সমিতির পরিচালনা বোর্ডের সভাপতি সোহরাব হোসেন, এলাকা পরিচালক জহুর আহমেদ, বড়াইগ্রাম আওয়ামীলীগ সভাপতি আব্দুল জলিল প্রামানিক, ওয়াছেক আলী সোনার, ফাদার বিকাশ হিউবার্ট রোজারিও, আনোয়ারুল ইসলাম প্রমূখ।
সভার সভাপতি মর্জিনা খাতুন জানান, ৭১৫টি গ্রামে ৩ লক্ষ ২৩ হাজার ৯ শত ১৩ টি বিভিন্ন শ্রেনীর গ্রাহককে সংযোগ প্রদান করা হয়েছে। এতে ৪ হাজার ২ শত ৮৯ কিলিমিটার লাইন বিদ্যুতায়ন হয়েছে। 
গত অর্থ বছরে সমিতির বার্ষিক আয় হয়েছে ১৩৫ কোটি ০৫ লক্ষ ৮০ হাজার ৩৭০ টাকা, ব্যয় হয়েছে ১৪৫ কোটি ১৭ লক্ষ ৭৩ হাজার ৯৫ টাকা। ঘাটতি রয়েছে ১০ কোটি ১১ লক্ষ ৯২ হাজার ৭২৫ টাকা।

Post Top Ad

Responsive Ads Here