এস এম ফারুক সরকারের বেলকুচি উপজেলা পরিষদের প্রার্থীতা ঘোষণা করে সংবাদ সম্মেলন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জানুয়ারী ২৭, ২০১৯

এস এম ফারুক সরকারের বেলকুচি উপজেলা পরিষদের প্রার্থীতা ঘোষণা করে সংবাদ সম্মেলন

উজ্জ্বল অধিকারী, জেলা (প্রতিনিধি) সিরাজগঞ্জঃ-সিরাজগঞ্জের বেলকুচিতে এস এম ফারুক সরকারের বেলকুচি উপজেলা পরিষদের প্রার্থীতা ঘোষণা করে সংবাদ সম্মেলন করা হয়েছে।


শুক্রবার সন্ধ্যায় বেলকুচি উপজেলার শেরনগর তার নিজ বাসভবনে এস এম ফারুক সরকার আগামী বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নিজেকে প্রার্থীতা ঘোষণা করে সংবাদ সম্মেলন করেন।

এস এম ফারুক সরকার বলেন, আমি এবং আমার পরিবার একটি আওয়ামী পরিবার। আমি ছাত্র জীবন থেকেই আওয়মীলীগ করি। আমি বতর্মানে বেলকুচি উপজেলার যুবলীগের যুগ্ন আহব্বায়কের দ্বায়িত্ব পালন করছি। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এস এম ফারুক সরকার বলেন, তৃণমূলের নেতাকর্মীরা চায় আমি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করি। আমাকে যদি দল থেকে মনোনয়ন দেয়া হয় তাহলে আমি জননেত্রী শেখ হাসিনাকে নৌকার জয় উপহার দেয়ার ব্যাপারে শতভাগ আশাবাদি, নির্বাচনে জয়ী হয়ে জনগণের জন্য নিরলস ভাবে কাজ করারও প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

এসময় উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব শাহজাহান সরকারের সভাপতিত্বে, উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের কাযকরী সদস্য আব্দুল মজিদ খাঁন, সাবেক কাউন্সিলর নয়ন মোল্লা, সাবেক শ্রমিকলীগের দপ্তর সম্পাদক শেখ আব্দুল মোন্নাফ, ফরহাদ আলী সরকার, আলহাজ্ব আশরাফ সরকার, এবং ৮নং ওয়ার্ড আওয়মীলীগের সভাপতি হেলাল প্রাং, অত্র এলাকার মুরুব্বিয়ানবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here