মেহের আমজাদ,মেহেরপুর- মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সাথে জেলা পর্যায়ের সকল কর্মকর্তাদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন শামীম আরা নাজনীন প্রমুখ। সভায় জেলা পর্যায়ের সকল কর্মকতাগন উপস্থিত ছিলেন।
