মেহের আমজাদ,মেহেরপুর-মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে গতকাল শনিবার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
এ দিন সকাল ১০টার দিকে জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন, মশাল প্রজ্বলন ও কবুতর উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের গার্লস গাইডস একটি চৌকশ দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এসময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহন করেন।জেলা প্রশাসক আতাউল গনি, প্রধান শিক্ষক মাসুদা আক্তার এসময় সেখানে উপস্থিত ছিলেন। পরে দুপুরে প্রধান শিক্ষক মাসুদা আক্তার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন। এসময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক কাজী আনিসুজ্জামান, আঃ মান্নান প্রমুখ।

