জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল-“সুস্থ্য রাখে দেহমন, খেলাধুলা প্রয়োজন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইল করটিয়া এইচ এম ইনস্টিটিউশনে (স্কুল এন্ড কলেজ) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী রোববার সকালে অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন, এইচ এম ইনস্টিটিউশনের (স্কুল এন্ড কলেজ) অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাংসদ আলহাজ¦ মোঃ ছানোয়ার হোসেন।
এসময় অন্যান্যের উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ শাজাহান আনছারী, সরকারী সা’দত কলেজের অধ্যক্ষ মোঃ আঃ আলীম মিয়া (আলীম মাহমুদ), করটিয়ার ইউপি চেয়ারম্যান খালেকুজ্জামান চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সৈয়দ মাজেদুল আলম নাইম, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর সিকদার, এইচ এম ইনস্টিটিউশন (স্কুল এন্ড কলেজ) সহকারী অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন, টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) আসনের সাংসদ এডভোকেট জোয়াহেরুল ইসলাম।অনুষ্ঠানটির সঞ্চালনা করেন, এইচ এম ইনস্টিটিউশনের (স্কুল এন্ড কলেজ) প্রভাষক সোলায়মান খান।
