মেহেরপুরে বৃদ্ধদের মাঝে কম্বল বিতরণ ও বয়স্কদের ভাতা প্রদান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারি ২৪, ২০১৯

মেহেরপুরে বৃদ্ধদের মাঝে কম্বল বিতরণ ও বয়স্কদের ভাতা প্রদান

মেহের আমজাদ,মেহেরপুর-প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের অসহায় বৃদ্ধদের মাঝে কম্বল বিতরণ ও বয়স্কদের ভাতা প্রদান করা হয়েছে।

 গতকাল বুধবার বেলা ১১ টার দিকে মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও দারিদ্র বিমোচন সংস্থা(ডিবিএস)এর উদ্যোগে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারিদ্র বিমোচন সংস্থ’র নির্বাহী পরিচালক আবু জাফর । সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম প্রধান অতিথি হিসেবে  উপস্থিত থেকে অসহায় বৃদ্ধদের মাঝে কম্বল বিতরন ও বয়স্কদের মাঝে ভাতা প্রদান করেন।  
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুতুবপুর মাধ্যমিক ব্যিালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী, কুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাদুল হক, কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল আক্তার, প্রবীণ জনগোষ্ঠীর সভাপতি আব্দুল হালিম প্রমূখ। কতুবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের দরিদ্র শীতার্তদের মাঝে প্রায় ৩০৬ টি পরিবারকে কম্বল বিতরণ ও ৭৩ জন বৃদ্ধকে ৬০০ টাকা করে এবং একজন মৃত ব্যক্তির পারিবারকে ২ হাজার টাকা প্রদান করা হয়। 

Post Top Ad

Responsive Ads Here