মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত একজনকে দেখতে গিয়ে দুজন আহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারি ২৪, ২০১৯

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত একজনকে দেখতে গিয়ে দুজন আহত

মেহের আমজাদ,মেহেরপুর-মেহেরপুর শহরে সড়ক দুর্ঘটনায় আহত একজনকে দেখতে গিয়ে অপর একটি দুর্ঘটনায় আরো দুজন আহত হয়েছে।

 আহত তিনজন মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গতকাল বুধবার সন্ধ্যার দিকে শহরের শেখ পাড়া ও পুলিশ সুপারের কার্যালয়ের সামনের সড়কে দুর্ঘটনা দ’ুটি ঘটে।
স্থানীয়রা জানান,শহরের শেখ পাড়ায় একটি মোটরসাইকেলের ধাক্কায় মনোরদ্দিনের ছেলে টুটুল আহত হয়। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে একই এলাকার রহমান ও আলতাব মোটরসাইকেল যোগে টুটুলকে দেখতে হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা হয়। পুলিশ সুপারের কার্যালয়ের সামনে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গ্রীল বোঝায় ভ্যানের সাথে ধাক্কা মেরে তারা সড়কে ছিটকে পড়ে আহত হয়। পরে তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে আহত তিনজনই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Post Top Ad

Responsive Ads Here