দোয়ারায় আগুনে ৪ টি বসত ঘর পুড়ে কয়েক লাখ টাকার ক্ষয় ক্ষতি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জানুয়ারি ২৩, ২০১৯

দোয়ারায় আগুনে ৪ টি বসত ঘর পুড়ে কয়েক লাখ টাকার ক্ষয় ক্ষতি

দোয়ারাবাজার প্রতিনিধি- দোয়ারাবাজার উপজেলার মান্নার গাঁও ইউনিয়নের মান্নার গাঁও কুড়ের পাড় গ্রামে আগুনে জ্বলে কয়েক লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।

 বুধবার রাত ৮ টার সময় অগ্নিকান্ডের সুত্র পাত হয়। এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নী। মান্নার গাও কুড়ের পাড় গ্রামের মৃত আবুল বশর এর ৪ পুত্র  আব্দুর রশিদ, আলকাছ মিয়া, কুদুছ মিয়া, ইয়াছিন আলীর, আলাদা আলাদা সারি বদ্ধ ৪ টি ঘর জ্বলে যায়।
জানা যায় বসত ঘরে থাকা আসবাব পত্র ফার্নিচার ধান চাউল সহ কয়েক লাখ টাকার ক্ষয় ক্ষতির হয়েছে বলে এলাকা বাসীর ধারনা। এ ব্যাপারে আব্দুর রহিম বলেন, আগুনে আমাদের ৪ ভাইকে নিঃশ্ব  করেছে। আমারা এখন অসহায় হয়ে পড়েছি। সরকারী সহযোগিতার প্রয়োজন আছে।

Post Top Ad

Responsive Ads Here