নাহিদ হোসেন নাটোর প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে নাটোরের লালপুরে মোটরসাইকেল শোভাযাত্রা ও গনসংযোগ করেছেন সাবেক ছাত্র নেতা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রওশন আলম সুরুজ।
তিনি সোমবার বিকেলে গোপালপুর পৌরসভা, লালপুর, ওয়ালিয়া, এবি ইউনিয়নের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা ও গনসংযোগ করেন। তিনি নৌকা প্রতীকে মনোয়ন পেয়ে জয়লাভ করলে লালপুরের উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করবেন বলে ভোটারদের কাছে দোয়া প্রতিশ্রæতী দেন। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী তাকেই মনোয়নয়ন দিবেন বলে ভোটারদের আশ্বস্থ করেন। এসময় তার সাথে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

