বন্ধ করে দেয়া হলো ফরিদপুরের ধোপাডাঙ্গা বহুমুখি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জানুয়ারি ২৫, ২০১৯

বন্ধ করে দেয়া হলো ফরিদপুরের ধোপাডাঙ্গা বহুমুখি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা


ফরিদপুর প্রতিনিধি :
কার্ডে বিশেষ অতিথিদের নাম উপর নিচ হওয়ার এই দোহাই দিয়ে বন্ধ  করে দেয়া হলো ফরিদপুরের ধোপাডাঙ্গা বহুমুখি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।
আগামী রবিবার এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরুস্কার বিতরনী অনুুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিলো ফরিদপুর ০৩ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন এমপি।
এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক ইমরুল কবির জিহাদ জানান, স্কুলের কমিটি হয়েছে কদিন আগে। এ ঘটনায় অত্র ইউনিয়নের চেয়ারম্যানসহ একটি মহল নাখোশ রয়েছে। এছাড়া চিঠিতে নামের ব্যাপারে কিছু তারা আপিত্ত দিয়েছে। একারনে তারা এখন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হতে দিবে না বলে জানতে পেরেছি। স্কুলের ছেলেমেয়েরা খুব আশাবদি হয়ে আছে ক্রীড়া প্রতিযোগিতা হবে। এখন না হলে এরচেয়ে দুঃখের আর কিছু থাকবে না। তারপরও আমি আশাবাদি মানুষ।
স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি টেকনো মিডিয়া লিমিটেডের ব্যবস্থপনা পরিচালক, বেঙ্গল ব্যাংকের পরিচালক সিআইপি ড. যশোদা জীবন দেবনাথ বলেন আগামী রবিবার স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরুস্কার বিতরনী অনুুষ্ঠান হওয়ার সময় নির্ধারন করা হয়েছে সর্বসম্মত ভাবে। অনুষ্ঠানে আমাদের সকলের মুরুব্ববি প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিলো ফরিদপুর ০৩ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন এমপি সাহেবের। তিনি অসুস্থ্য থাকায় হয়তো আসতে পারবেন না। অত্র ইউনিয়নের চেয়ারম্যান শামসুন নাহার মহিদ উদ্ধোধন করার কথা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী প্রভাংশু সোম মহানসহ আরো গুরুত্বপূর্ন কিছুু ব্যক্তি উপস্থিত থাকার কথা। সেখানে স্থানীয় চেয়ারম্যান তাদের পরিবারের লোকজনের নাম নিচে দেয়া হয়েছে এই ধোহাই দিয়ে স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা বন্ধের চেষ্টা চালাচ্ছেন। তিনি লোকজন নিয়ে রাতে স্কুলের গেট ভাংচুরের চেষ্ঠা চালাই। শুধু নামের কারনে যদি একটি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ করে তাহলে এর চেয়ে দুঃখের কিছু নেই। শেষ পর্যন্ত যতটুকু জানি শুধু নামের কারনে ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ করতে হলো। স্কুলের ছাত্র-ছাত্রীরা অনেক আশা নিয়ে ছিলো ক্রীড়া প্রতিযোগিতা হবে। রাতে পুলিশ এসে দুপক্ষের সাথে কথা বলে বন্ধ করে দিয়েছে। 
এ ব্যাপারে জানতে ইউনিয়নের চেয়ারম্যান শামসুন নাহার মহিদের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন, আমার পরিবারের নাম নিচে দিয়েছে। এটা আমার লোকজন মেনে নিতে পারছে না। যে কারনে আমরা এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হতে দিতে পারিনা। তিনি বলেন, আমাদের বংশের জমির উপর স্কুল আর আমার স্বামীসহ অন্যদের নাম কেন নিচে দেয়া হলো।
ফরিদপুর কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ এএফএম নাসিম জানান, শুক্রবার রাতে খবর পেয়ে পুলি ঘটনাস্থলে যায়। পরে উভয় গ্রুপের সাথে কথা বলে ক্রীড়া প্রতিযোগিতা আপাতত বন্ধ করে দেয়া হয়েছে। পরবর্তীতে সকলের সাথে কথা বলে তারিখ নির্ধারন করা হবে।

Post Top Ad

Responsive Ads Here