সাংবাদিকের পিতাকে প্রাণনাশের হুমকি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জানুয়ারী ২৩, ২০১৯

সাংবাদিকের পিতাকে প্রাণনাশের হুমকি

ফরিদপুর প্রতিনিধি-ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার চরভাটপাড়া গ্রামের মৃত গফফার শেখের পুত্র মুঞ্জুর রহমান শেখ পিতার নামে উপজেলার ২৬০ নং পাঁচুড়িয়া মৌজার এস এ ১১৭৫নং খতিয়ানের ৮২,৮৩ নং দাগের ৪৩ শতাংশ জমির অবৈধ ভাবে জাল দলিল সৃষ্টি করেছে।

 মাগুরা জেলার মহম্মদপুর সাবরেজিস্ট্রি অফিসের যাহার দাগ নং ১১৭ তাং২৯/০২/ ৬২। উপজেলা ভূমি অফিসকে ভূল বুঝিয়ে গত ২০১৫-১৬ অর্থ বছরে ৬৭৯ নং নামজারী করে জমি দখলের পায়তারা করে চলেছেন। এ বিষয়ে উপজেলা ভূমি অফিসে নামজারী বাতিলের মকর্দমা চলমান আছে। গত ২০ জানুয়ারী জমির এস এ রেকোডিও রের্ক মালিকের প্রকৃত ক্রম ওয়ারিশ সুভাষ চন্দ্র মিত্র ফরিদপুরের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ ধারা মকর্দম্মা দাবী করে আবেদন দাখিল করা হলে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেড গত ২০ জানুয়ারী থানা অফিসার ইনচার্জ আলফাডাঙ্গাকে শান্তি সৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন, ২১ জানুয়ারী এস আই কুবায়েদ সরজমিনে গিয়ে উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নোটিশ প্রদান করেন। এস আই কুবায়েদ নোটিশ প্রদান করিয়া ঘটনা স্থান ত্যাগ করার পর ১ নং আসামী মুঞ্জুর রহমান শেখের পক্ষীয় লোকজন নিয়ে, বাদী সুভাষ চন্দ্র মিত্রর বাড়ীতে দল বল নিয়ে এসে বাদীকে মামলা তুলে না আনলে প্রাণের নাশের হুমকি দেন। এছাড়াও অন্যান্য জমাজমি দখল করে নেওয়ার হুমকিও দেন।এ বিষয়ে সুভাষ চন্দ্র মিত্রের পক্ষে পুত্র সাংবাদিক হারান মিত্র বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় আরেকটি অভিযোগ দাখিল করেছেন। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ নাজমুল করীম বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Post Top Ad

Responsive Ads Here