হারুন অর রশিদ দোয়ারাবাজার প্রতিনিধিঃ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ শেষ না হতেই উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া লেগেছে সর্বত্র। দৌড় ঝাপ শুরু হয়েছে দোয়ারাবাজার উপজেলার হাটে বাজারে ও মাঠে ময়দানে।
ফেব্রুয়ারিতে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা হবে বলে নির্বাচন কমিশন থেকে ইতিমধ্যে দেয়া হয়েছে আগাম ঘোষনা। এমন আশ্বাস ধরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন প্রার্থীরা। কেউ আবার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আগাম দোয়া চেয়ে স্ট্যাটাসও দিয়েছেন।
যেহেতু এবারের নির্বাচন হবে দলীয় প্রতীকে, সেজন্যে নিজের পক্ষে মনোনয়ন আদায় করতে অনেকেই চেষ্টা করছেন দলের কাছাকাছি থাকতে। সর্বশেষ ২০১৪সালে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সে নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও দলীয় সমর্থন নিতে হয়েছিল প্রার্থীদের।
চেয়ারম্যান পদে এবার মাঠে নেমেছেন,সিলেট মুসলিম সাহিত্য সংসদ এর সাধারণ সম্পাদক, ঐতিহ্যবাহী জমিদার পরিবারের কৃতিসন্তান দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের বাসিন্ধা প্রভাষক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী। তিনি বিভিন্নভাবে নির্বাচনের প্রচার প্রচারনার বার্তা দিচ্ছেন।সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও ধর্মীয় একাধিক প্রতিষ্ঠানের কমিটিতে থেকে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখছেন তিনি।আসছে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে জনগনের ভালবাসা নিয়ে নির্বাচন করতে চান তিনি।

