নাটোর প্রতিনিধি :নাটোরের মোরাদ মন্ডল নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে বনবেলঘড়িয়া বাইপাস এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য পাঠায়। মোরাদ মন্ডল চকপাড়া, রয়না, বড়াইগ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে। পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানায় স্থানীয়রা মৃতেদেহ দেখতে পেয়ে আমাদের খবর দেয়। লাশ মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারন তদন্ত করে দেখা হচ্ছে।

