মেহের আমজাদ,মেহেরপুর-র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে মেহেরপুরে জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০১৯ পালন করা হয়েছে।
মেহেরপুর জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে গতকাল শনিবার সকালে জেলা প্রশাসক মোঃ আতাউল গনির নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। র্যালীটি জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইবাদত হোসেনের সভাপতিত্বে জেলা প্রশাসকের সাম্মেলেন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “সুস্থ্য সবল জাতি চাই, পুষ্টি সম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই” শীর্ষক আলোচনা সভায় প্রধান আতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আতাউল গনি বলেন, বিশুদ্ধু খাদ্য নিশ্চিত করতে আমাদের আগে সচেতন হতে হবে। আমাদের জ্ঞান থাকতে হবে । তিনি বলেন সততার সাথে আমাদের বিপনন করতে হবে। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা.শামীমা নাজনীন, সহকারী পুলিশ সুপার লিয়াকত হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস,পৌর প্যানেল মেয়র শাহীনুর রহমান রিটন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা খাদ্য কর্মকর্তা আঃ হামিদ,খাদ্য ব্যাবসায়ী শামীম জাহাঙ্গীর সেন্টু,হাসমত উল্লাহ প্রমুখ ।

