মেহের আমজাদ,মেহেরপুর- বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত মেহেরপুর কারাগারে বন্দী কয়েদিদের ইচ্ছা পুরণ করলেন কারা কর্তৃপক্ষ। এই মাঘ মাসের শীতের পিঠা থেকে বঞ্চিত বন্দী কয়েদীরা ভাঁপা পিঠা খাওয়ার ইচ্ছা পোষণ করলে তাদেরকে পিঠা খাওয়ানো হয়।
এই ব্যতিক্রম আয়োজন করলেন মেহেরপুর জেল সুপার এ এস এম কামরুল হুদা। গতকাল শনিবার সকালের শীতে পিঠাপুলি উৎসবের মাধ্যমে কারাগারে বন্দী সকল কয়েদিকে শীতের পিঠা খাওয়ানো হয়। পিঠা পেয়ে খুশি কয়েদিরা। বন্দীদের মুখে একটু হলেও হাসি ফুটাতে পেরে গর্বিত কারা কর্তৃপক্ষ।
মেহেরপুর জেল সুপার এ এস এম কামরুল হুদা জানান, শীতের পিঠা থেকে কয়েদিদের বঞ্চিত করতে কষ্ট লাগছিল। তাই বিশেষ উদ্যোগ হিসেবে শীতের পিঠা তৈরী করে কয়েদিদের মাঝে বিতরণ করা হয়। এসব বন্দী শীতের পিঠা পেয়ে আনন্দিত। আমরাও মানবিক দায়বদ্ধতা থেকে একটু হলেও প্রশান্তি পাচ্ছি। এসময় জেলা কারাগারের জেলার শরিফুল আলম,কনেস্টবল মামুনসহ কারাগারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

