ইন্টারনেট জটিলতা বিড়ম্বনায় শিক্ষার্থীরা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ফেব্রুয়ারি ০৩, ২০১৯

ইন্টারনেট জটিলতা বিড়ম্বনায় শিক্ষার্থীরা

নাঈম আবদুল্লাহ জাককানইবি প্রতিনিধি :    জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ওয়াই-ফাই (ইন্টারনেট) সুবিধা থাকলেও বেশ কিছুদিন যাবত ক্যাম্পাসে ওয়াই-ফাই সংযোগ নিয়ে ভোগান্তিতে আছেন শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার থেকে ক্যাম্পাসের কোথাও  ইন্টারনেট সংযোগ পাওয়া যাচ্ছেনা।  

ডিজিটাল বিশ্ববিদ্যালয় গড়ার লক্ষে সম্পূর্ন ক্যাম্পাসকে ওয়াই-ফাই (ইন্টারনেট) নেটওয়ার্কের আওতায় আনে প্রশাসন। কিন্তু পুরো ক্যাম্পাস জুড়ে ওয়াই-ফাই জোন করার ঘোষণা দিলেও বাস্তবে তা সীমাবদ্ধ রয়েছে নির্দিষ্ট কয়েকটি স্থানে । 
তাছাড়াও সংযোগটি খুব ধীরগতি সম্পন্ন এবং দূর্বল ফ্রিকোইন্সির কারনে প্রায়ই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা দিন দিন তথ্য-প্রযুক্তির ব্যবহার থেকে পিছিয়ে যাচ্ছে। যার ফলে তাদের মাঝে বিরাজ করছে ক্ষোভ আর হতাশা।
শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে ওয়াইফাই আছে তা আসলে অকার্যকর। অনেক সময়ই এর নেটওয়ার্ক পাওয়া যায় না।
অগ্নিবীণা  হলের শিক্ষার্থী শাহীন হোসাইন সাজ্জাদ সময় সংবাদ কে জানান আমাদের বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণ ব্যান্ডউইথ আছে তার প্রোপার ইউজ হচ্ছেনা।  কেন এই সীমাবদ্ধতা তা আমরা জানতে চাই।  
দোলনচাঁপা হলের শিক্ষার্থী ছোয়া রায় সময় সংবাদ কে বলেন পুরো দেশ যখন তথ্যপ্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছে আমরা ক্রমশই সেখানে পিছিয়ে যাচ্ছি।  আমদের প্রতি প্রশাসনের এই অবহেলা আমরা কখনো মেনে নিবনা।  

এ জটিলতা নিয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি দপ্তরে যোগাযোগ করা হলে তারা সময় সংবাদ কে জানান,  প্রজেক্ট থেকে আমাদের যে রাউটার দেওয়া হয়েছিল সেটাতে একটু সমস্যা দেখা দিয়েছে।  বিশ্ববিদ্যালয়ের পুরাতন রাউটার দিয়ে সংযোগ দেওয়ার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছে আমাদের দায়িত্বপ্রাপ্ত লোকজন।   যদি সম্ভব না হয় তাহলে অতি দ্রুত সময়ের মধ্যে নতুন সরঞ্জাম কিনে বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট সংযোগ দেওয়া হবে।  
উল্লেখ্য  পুরো বিশ্ববিদ্যালয়কে নতুন করে ইন্টারনেট সংযোগের আওতায় আনার জন্য একটি প্রজেক্ট এর অধীনে দায়িত্ব দেওয়া হয়েছিল।

Post Top Ad

Responsive Ads Here