ঝিনাইদহ প্রতিনিধি :ঝিনাইদহে বিদ্যুতস্পৃষ্ট হয়ে সুজন কাজী(২২) নামের এক রংমিস্ত্রি দগ্ধ হয়েছে । ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিলে সেখান থেকে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয় ।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঝিনাইদহ শহরের কালিকাপুর বটতলা বাজারের আবাসিক এলাকায় এ ঘটনা ঘটেছে । বিদ্যুতস্পৃষ্টে দগ্ধ সুজন কাজী সদর উপজেলার কালীকাপুর গ্রামের মিলন কাজীর ছেলে ।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, ঝিনাইদহের কালীকাপুর বটতলা বাজারের আবাসিক এলাকায় নাসির উদ্দিনের একতলা ভবনের ছাদে রং এর কাজ করছিল ৩জন রংমিস্ত্রি । এসময় ছাদের উপর দিয়ে যাওয়া ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) এর ১লাখ ৩২ হাজার ভোল্টের তারে সুজন কাজী নামের এক রংমিস্ত্রি স্পৃষ্ট হয় । এসময় বিকট শব্দে তারে বিষ্ফোরণ ঘটলে মিস্ত্রি সুজনের সারাশরীর দগ্ধ হয় । খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ইউনিট তাকে উদ্ধার করে ।
ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার দিলিপ কুমার সরকার জানান, পিডিবির হাই ভোল্টেজের তারে স্পৃষ্ট হয়ে এ দুর্ঘটনা ঘটে।
সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার শাহিন ঢালী জানিয়েছেন, সুজনের শরীরের বেশীরভাগ অংশ দগ্ধ ও অবস্থার অবনতি ঘটায় ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়েছে।
