পা দিয়ে লিখে স্বপ্ন পূরন করতে চায় জসিম - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Saturday, February 02, 2019

পা দিয়ে লিখে স্বপ্ন পূরন করতে চায় জসিম



সঞ্জিব দাস, ফরিদপুর থেকে :
পা দিয়ে লিখে স্বপ্ন পুরন করতে চায় ফরিদপুরের নগরকান্দার তালমা নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জসিম। সে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কদমতলী গ্রামের হানিফ মাতুব্বর ও তছিরন বেগম দম্পতির সন্তান। জসিম উপজেলার তালমা কেন্দ্রের মনোহরপুর এম এ শাকুর মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্র পা দিয়ে লিখে এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করছে।

 
স্বপ্নকে জয় করতে দৃঢ় মনোবল নিয়ে শত বাধা উপেক্ষা করে অসম্ভবকে সম্ভব করে তুলতে কঠোর সংগ্রাম চালিয়ে এ পর্যন্ত এগিয়ে এসেছে জসিম।
 
জন্ম থেকে তার দুই হাত না থাকায় প্রাথমিক শিক্ষায় পায়ের দুই আঙ্গুলের ফাকে চক ও পেন্সিল ডুকিয়ে লেখার অভ্যাস করিয়েছেন স্থানীয় কদমতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান।
জসিমের পিতা হানিফ জানিয়েছেন, জসিমের লেখাপড়ার মনোযোগ দেখে জেলা প্রশাসক একটি মোটর চালিত ভ্যান দিয়ে সহায়তা করেছেন ঐ ভ্যানে করে জসিম স্কুলে যাওয়া আসা করে।
 
স্বপ্ন পুরণের এই ছোট কারিগর দুই হাত ছাড়াই পা দিয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে রীতিমত হৈ চৈ ফেলে দিয়েছে জেলায়।
 
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইকবাল হাসান বলেন, জসিমের পরীক্ষা দিতে যাতে কোন রকম সমস্যা না হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

No comments: