চরভদ্রাসনে ব্যাসায়ীদের ২০ লক্ষ টাকা নিয়ে উধাও - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ফেব্রুয়ারি ০২, ২০১৯

চরভদ্রাসনে ব্যাসায়ীদের ২০ লক্ষ টাকা নিয়ে উধাও

নাজমুল হাসান নিরব,চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি-ফরিদপুরের চরভদ্রাসন বাজারে ব্যাবসায়ীদের প্রায় বিশ লক্ষ টাকা নিয়ে জামান সর্দার(৪৩) নামে এক ভাঙ্গারি(পুরাতন মাল) ব্যাবসায়ী উধাও হয়েছে বলে  খবর পাওয়া গেছে।গত বৃহস্পিতবার সকাল থেকে  জামান সর্দার নামে এই ভাঙ্গারী (পুরান মাল) ব্যাবসায়ীকে পরিবারসহ খোজ পাওয়া যাচ্ছে না।

জানা যায় প্রায় ৭ বছর পুর্বে ফরিদপুর জেলার সালথা থানার গোট্টি ইউনিয়নের কাউলিয়া কান্দা গ্রামের জামান সর্দার চরভদ্রাসনে ভাঙ্গারী ব্যাবসা করতে আসে।তারপর চরভদ্রাসনে দোকান ভারা ও বাড়ি ভাড়া করে বসবাস করে আসছিল সে।দীর্ঘদীন ব্যাবসার সুত্রপাতে সম্পর্ক হয় আসেপাশের ব্যাসায়ী ও বিভিন্ন শ্রেনীর লোকজনের সাথে।লেনদেন ও শুরু হয় তাদের সাথে।প্রয়োজনে বিভিন্ন পরিমানের টাকা হাওলাদ দেওয়া নেওয়া করত তাদের সাথে।এভাবে বিশ্বস্ততা অজর্ন করার পর এলাকার বিভিন্ন লোকের কাছ থেকে প্রায় বিশ লক্ষ টাকা হাওলাদ নেয় সে।কিন্তু গত বৃহস্পিতিবার হতে পরিবার সহ তাকে আর পাওয়া যাচ্ছে না।



ক্ষতিগ্রস্তরা হলো ছামাদ ব্যাপারী (তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা),ছাত্তার কাজী (এক লক্ষ টাকা),মোঃ হেলাল( দুইলক্ষ আশি হাজার টাকা),আসলাম (দুই লক্ষ টাকা),রিপন (দুইলক্ষ ছিয়ান্ন হাজার টাকা),লাভলু( পাঁচ লক্ষ টাকা),খোকন মোল্যা( পঞ্চাশ হাজার টাকা),হোসনে আরা (এক লক্ষ বিশ হাজার টাকা),শাহিদা (পঞ্চাশ হাজার টাকা),আজাদ   (পঞ্চাশ হাজার টাকা),আকরাম (চল্লিশ হাজার টাকা),সুলতান( পঁচিশ হাজার টাকা)।
এরা সবাই জানান আমরা খুব বিশ্বাস করে ব্যাবসা করার জন্য জামান সর্দারকে টাকা দেই।আমরা জানতাম না ও একটা প্রতারক।আমাদের সব কিছু হারিয়ে এখন আমরা নিঃস্ব।মহিলারা জানান আমাদের রক্ত পানি করা টাকা নিয়ে গেছে।আমরা প্রশাসন ও সরকারের কাছে সাহায্য কামনা করছি।

Post Top Ad

Responsive Ads Here