নাজমুল হাসান নিরব.চরভদ্রাসন,ফরিদপুর:-ফরিদপুরের চরভদ্রাসন থানায় পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ ওপেন হাইজ ডে পালিত হয়েছে।শনিবার বিকাল সারে চারটায় চরভদ্রাসন থানা চত্তরে এই আয়োজনের সমাপ্ত সভার আয়োজন করা হয়।গত সাতাশে জানুয়ারী থেকে দোশরা ফেব্রুয়ারী পর্যন্ত এই পুলিশ সেবা সপ্তাহ পালন করা হয়।
উক্ত আলোচনা সভায় থানা ইনচার্জ হারুন অর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোঃ জামাল পাশা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাউছার হোসেন,ইনঃ হাবিবুল্লাহ,কৃষি সম্প্রসারন কর্মকর্তা জাহির রায়হান।
এছারা অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাজার বানিক সমিতি সভাপতি শহিদ মোল্যা,সাবেক ভিপি মোশারফ হোসেন,ছাত্রলীগ সম্পাদক মিজানুর রহমান,মহিলা আলীগ নেত্রী রওশনারা।সভায় বক্তারা চরভদ্রাসন থানার বর্তমান চিত্র ও বিভিন্ন সুভিদা ও অসুভিদার কথা তুলে ধরেন।
