সঞ্জিব দাস, ফরিদপুর থেকে :
কেন্দ্রীয় আওয়ামী
লীগের তথ্য ও গবেষনা বিষয়ক উপ-কমিটির সদস্য, শেখ রাসেল ক্রীড়া চক্রের
পরিচালক, বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক এ্যাড. জামাল হোসেন মিয়া
বলেছেন, নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা শান্তির প্রতীক। ফরিদপুরের নগরকান্দা
উপজেলার তালমা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আমার মা দেলোয়ারা বেগমকে চেয়ারম্যান নির্বাচিত করতে নৌকা প্রতীকে ভোট দিন। এলাকার
উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আমার মা দেলোয়ারা বেগম চেয়ারম্যান পদে
নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। সবাই ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে
আমার মাকে নির্বাচিত করার জন্য আমি সবার কাছে আহব্বান জানাচ্ছি।
শুক্রবার তিনি ফরিদপুরের নগরকান্দা
উপজেলার তালমা ইউনিয়নের কদমতলী গ্রামে চেয়ারম্যান পদ প্রার্থী দেলোয়ারা
বেগমের বাড়িতে নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ্যাড, জামাল
হোসেন মিয়া এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, “সংসদ উপনেতা সৈয়দা
সাজেদা চৌধুরী এমপি ও তার কনিষ্টপুত্র বিশিষ্ট রাজনীতিবিদ শাহদাব আকবর
লাবু চৌধুরীর মনোনীত প্রার্থী আমার মা দেলোয়ারা বেগম। মনে রাখবেন, কেউ
আওয়ামী লীগের নেতা কর্মী পরিচয় দিয়ে নৌকার প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিলে
তাকে শেখ হাসিনা ও আওয়ামী লীগের শত্রু মনে করতে হবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে
নৌকার বিপক্ষে থাকা সকল ষড়যন্ত্রকারীদের দাতভাঙ্গা জবাব দিতে হবে।
তালমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তৈয়াবুর
রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, তালমা ইউনিয়ন
উপ-নির্বাচনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোসাঃ দেলোয়ারা বেগম, ফরিদপুর
জেলা পরিষদের সদস্য কামাল হোসেন মিয়া, তালমা ইউপির প্যানেল চেয়ারম্যান
আবদুল কুদ্দুস মোল্যা, ইউপি সদস্য জাকারিয়া খান খোকা, ইদ্রিস ব্যাপারী,
খালেক মাতুব্বর, বিউটি বেগম প্রমুখ।
এদিন জামাল মিয়া তালমা ইউণিয়নের বিভিন্ন এলাকায় তার মায়ের জন্য নেতাকর্মিদের সাথে কথা বলেন।

