মিতুর মোবাইল থেকে বেশ কিছু তথ্যও উদ্ধার করা হয়েছে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ফেব্রুয়ারি ০৪, ২০১৯

মিতুর মোবাইল থেকে বেশ কিছু তথ্যও উদ্ধার করা হয়েছে

কুতুব উদ্দিন রাজু,চট্টগ্রাম: স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতুর অনৈতিক সম্পর্কে ক্ষুব্ধ হয়ে চট্টগ্রামের তরুণ চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশের আত্মহত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামী স্ত্রীর বন্ধু মাহবুবুল হক ও ভারতীয় নাগরিক উত্তস প্যাটেলের ব্যাপারে ব্যাপক অনুসন্ধান করছে গোয়েন্দারা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশের আত্মহত্যার ঘটনায় প্ররোচনার অভিযোগে গ্রেফতার স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের ৭ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষ না হওয়ায় এ বিষয়ে কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত দেননি আদালতে।

সোমবার প্রটেকশন ওয়ারেন্ট জারি এবং রিমান্ড শুনানির সময় নির্ধারণ করা হয়েছে। ডা. আকাশের আত্মহত্যার প্ররোচনায় স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতুর দুই বয়ফ্রেন্ড প্যাটেল ও মাহবুবের সংশ্লিষ্টতা আছে কি-না তা জানার চেষ্টা করছে চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দারা।

তানজিলা হক মিতুর স্বীকারোক্তি অনুযায়ী আমানত শাহ মাজার এলাকা থেকে উদ্ধার করা মোবাইল ফোনটি এখন গোয়েন্দাদের হাতে।

ওই মোবাইল থেকে বেশ কিছু তথ্যও উদ্ধার করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে তদন্ত সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, ডা. আকাশ আত্মহত্যা করার আগের দিন মধ্যরাতে যুক্তরাষ্ট্র থেকে আসা একটি নম্বরে প্রায় ৪০ মিনিট কথা বলেছেন মিতু।

ধারণা করা হচ্ছে, নম্বরটি তার বয়ফ্রেন্ড উত্তম প্যাটেলের এবং ফোনে তাদের এই দীর্ঘ আলাপনকে কেন্দ্র করেই স্বামী-স্ত্রীর মধ্যে সেইরাতে কলহ বেঁধেছিল।

ডা. আকাশের জব্দ করা ব্যক্তিগত মোবাইল ফোন থেকে গোয়েন্দার খুব বেশি তথ্য পাননি। আকাশ ঘন ঘন তার স্ত্রীকে ফোন করতেন, এটা জানা গেছে।

সেই তুলনায় আকাশকে মিতু কল করতে খুবই কমই। এমনকি ঝগড়াঝাটির করে বাড়ি থেকে মিতু বেরি হয়ে যাওয়ার পর আত্মহত্যার আনুমানিক আধাঘণ্টা আগেও দুইবার স্ত্রীকে কল দেন ডা. আকাশ।

মিতু মোবাইলের মিস কল দেখে নিশ্চিত হওয়া গেলে তিনি কল রিসিভ করেননি। ওইসময় কল রিসিভ করলে হয়তো ভ্রান্ত আবেগে পুড়ে আত্মহননের সিদ্ধান্ত থেকে ডা. আকাশ সরে আসতেও পারতেন।

অনুসন্ধানে জানা গেছে, ভারতীয় এই নাগরিকের বাড়ি গুজরাটে। সম্প্রতি পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় গেলে তার সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন তানজিল হক মিতু।

ম্যাসেঞ্জারে মিতুর প্যাটেল অশালীন ও নোংরা বাক্য বিনিময়ের প্রমাণ পাওয়া গেছে মোবাইল থেকেই।

চট্টগ্রাম মহানগর পুলিশের এক শীর্ষ কর্মকর্তা বলেন, ‘গ্রেপ্তার হওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিতু উগ্র জীবনযাপনসহ নানা বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। এ সব তথ্য যাচাই বাছাই করা হচ্ছে।’

Post Top Ad

Responsive Ads Here