বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:নাটোরের বড়াইগ্রামে ফসলী জমিতে পুকুর কাটা বন্ধে সর্বোচ্চ সতর্ক দৃষ্টি রাখছে উপজেলা প্রশাসন।
এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার পারভেজ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলার বনপাড়া গুনাইহাটি এলাকায় পুকুর কাটা বন্ধ করেন এবং একই সাথে জমির মালিকসহ পুকুর কাটার জন্য ব্যবহৃত ভেকুর চালককে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
ইউএনও জানান, প্রায় তিন বিঘা ফসলী জমি ক্ষতি করে পুকুর কাটার অভিযোগে জমির মালিক সাবেক পৌর কাউন্সিলর মো. আসলাম হোসেন (৪৫) ও ভেকু চালক মো. রেজাউল সেখ (৩৬) কে অর্থদন্ড করা হয়। আসলাম গুনাইহাটি এলাকার মৃত সৈয়দ আলী প্রামাণিকের ছেলে ও রেজাউল পাবনা জেলা সদরের আমিনপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

